• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ময়নামতি রুফিয়া খাতুন স্কুল এন্ড কলেজে নতুন বই বিতরণ উৎসব চলে গেলেন আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন কুমিল্লার সাবেক সিটি মেয়র মনিরুল হক সাক্কু কুমিল্লায় সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুধ উদ্ধার, সন্ত্রাসী শামীম গ্রেপ্তার হাদি’কে হত্যার প্রতিবাদে কুমিল্লা’য় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল সমাবেশ মারা গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি কুমিল্লায় র‍্যাবের নিরাপত্তা জোরদার,৩০৪ অপরাধী গ্রেপ্তার কুমিল্লায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত  বুড়িচংয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা আজ ৮ ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস

বুড়িচং-ব্রাহ্মণপাড়া জাতীয়তাবাদী ফোরামের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রতিবেদকের নামঃ / ২৫৩ Time View
Update : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

ঢাকাস্থ বুড়িচং-ব্রাহ্মণপাড়া জাতীয়তাবাদী ফোরামের ২০২৫ সালের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ফোরামের বনানীস্থ অস্থায়ী কার্যালয়—বাড়ি নং ০৩, রোড নং ০৪—থেকে সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল খাঁন শাহিনের স্বাক্ষরিত অনুমোদন-সুপারিশ পত্রে কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তদের নাম প্রকাশ করা হয়।

নবঘোষিত কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মামুন চৌধুরী। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোট ১৪ জনকে মনোনীত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন—
লোকমান হোসেন, ইঞ্জিনিয়ার কায়কোবাদ, নাজমুল হাসান, জিলানী সরকার, মোঃ হেলাল উদ্দিন, জিহাদ সরকার, মিয়া মোঃ রায়হান, তরিকুজ্জামান অন্তর, মোঃ অলি উল্লাহ, মোঃ মাসুকুল আলম, মোঃ মোশারফ হোসেন, সাইফুল ইসলাম রাসেল, মোঃ আল আমিন হোসেন (চান্দলা) এবং মোঃ আবুল হোসেন মহসিন।

নবগঠিত এই পূর্ণাঙ্গ কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ পদ যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় মোঃ অলি উল্লাহকে ফোরামের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং বিশেষ করে বুড়িচংয়ের সর্বস্তরের সাধারণ মানুষের পক্ষ থেকে জানানো হয়েছে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।
স্থানীয়দের মতে, অলি উল্লাহ দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী একজন পরিশ্রমী, নিবেদিতপ্রাণ সংগঠক। তার সততা, নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতা বিবেচনা করেই তাকে এই পদে নির্বাচিত করা হয়েছে।

ফোরামের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নবগঠিত কমিটি বুড়িচং-ব্রাহ্মণপাড়া অঞ্চলের মানুষের উন্নয়ন, প্রবাসীদের সহযোগিতা, সাংগঠনিক একতা ও দেশের সার্বিক রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে।

বুড়িচং-ব্রাহ্মণপাড়া জাতীয়তাবাদী ফোরামের নতুন কমিটির নেতৃবৃন্দ বলেন, “এই কমিটি শুধু একটি তালিকা নয়—এটি আমাদের ঐক্য, আদর্শ ও সামনে এগিয়ে যাওয়ার অঙ্গীকার।”

নতুন দায়িত্বপ্রাপ্তদের প্রতি সংগঠনের পক্ষ থেকে শুভকামনা জানানো হয় এবং তাঁদের সফল মেয়াদের প্রত্যাশা ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :
সাম্প্রতিক খবর

ফেসবুকে আমরা