আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ (সদর) আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু।
রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসানের কাছ থেকে তার পক্ষে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন সংগ্রহ করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ অন্য নেতারা।
২০২১ সালে দলীয় সিদ্ধান্ত অমান্য মনিরুল হক সাক্কু মেয়র পদে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে বিএনপি থেকে বহিষ্কৃত হন। বর্তমানে তিনি বহিষ্কৃত বিএনপি নেতা হলেও কুমিল্লা-৬ নির্বাচনি এলাকায় তারেক রহমানের ৩১ দফার প্রচারণা ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। এ ছাড়া কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর প্রচার-প্রচারণায়ও তাকে এবং তার নেতা-কর্মীদের অংশ নিতে দেখা গেছে।
মনোনয়ন সংগ্রহ শেষে মনিরুল হক সাক্কুর পক্ষে আইনজীবী গোলাম মোস্তফা বলেন, ‘মনিরুল হক সাক্কু সব সময় জনগণের প্রত্যাশা পূরণে কাজ করেছেন। সেই লক্ষ্যেই তিনি মনোনয়ন সংগ্রহ করেছেন। নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এগিয়ে যাবেন।’
মনিরুল হক সাক্কু ২০০৫ সালের উপ-নির্বাচনে প্রথমবার কুমিল্লার পৌর চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০০৯ সালের ১৬ নভেম্বর তিনি দ্বিতীয় মেয়াদে পৌর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান। ২০১২ সালে কুমিল্লার প্রথম সিটি করপোরেশন নির্বাচনে তিনি আওয়ামী লীগ প্রার্থী আফজল খানকে হারিয়ে মেয়র নির্বাচিত হন। ২০১৭ সালেও তিনি এখান থেকে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন। তবে ২০২১ সালে দলীয় সিদ্ধান্ত অমান্য করে মেয়র পদে নির্বাচন করায় তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। ২০২২ সালে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন ও ২০২৪ সালে উপ- নির্বাচনে স্বতন্ত্র হিসেবে অংশ নিয়ে তিনি পরাজিত হন। এখন পর্যন্ত বিএনপি থেকে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়নি।