• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম
ময়নামতি রুফিয়া খাতুন স্কুল এন্ড কলেজে নতুন বই বিতরণ উৎসব চলে গেলেন আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন কুমিল্লার সাবেক সিটি মেয়র মনিরুল হক সাক্কু কুমিল্লায় সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুধ উদ্ধার, সন্ত্রাসী শামীম গ্রেপ্তার হাদি’কে হত্যার প্রতিবাদে কুমিল্লা’য় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল সমাবেশ মারা গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি কুমিল্লায় র‍্যাবের নিরাপত্তা জোরদার,৩০৪ অপরাধী গ্রেপ্তার কুমিল্লায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত  বুড়িচংয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা আজ ৮ ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস

সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন কুমিল্লার সাবেক সিটি মেয়র মনিরুল হক সাক্কু

সাগর দেবনাথ,কুমিল্লা প্রতিনিধিঃ / ১১৬ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ (সদর) আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু।

রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসানের কাছ থেকে তার পক্ষে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন সংগ্রহ করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ অন্য নেতারা।

২০২১ সালে দলীয় সিদ্ধান্ত অমান্য মনিরুল হক সাক্কু মেয়র পদে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে বিএনপি থেকে বহিষ্কৃত হন। বর্তমানে তিনি বহিষ্কৃত বিএনপি নেতা হলেও কুমিল্লা-৬ নির্বাচনি এলাকায় তারেক রহমানের ৩১ দফার প্রচারণা ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। এ ছাড়া কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর প্রচার-প্রচারণায়ও তাকে এবং তার নেতা-কর্মীদের অংশ নিতে দেখা গেছে।

মনোনয়ন সংগ্রহ শেষে মনিরুল হক সাক্কুর পক্ষে আইনজীবী গোলাম মোস্তফা বলেন, ‘মনিরুল হক সাক্কু সব সময় জনগণের প্রত্যাশা পূরণে কাজ করেছেন। সেই লক্ষ্যেই তিনি মনোনয়ন সংগ্রহ করেছেন। নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এগিয়ে যাবেন।’

মনিরুল হক সাক্কু ২০০৫ সালের উপ-নির্বাচনে প্রথমবার কুমিল্লার পৌর চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০০৯ সালের ১৬ নভেম্বর তিনি দ্বিতীয় মেয়াদে পৌর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান। ২০১২ সালে কুমিল্লার প্রথম সিটি করপোরেশন নির্বাচনে তিনি আওয়ামী লীগ প্রার্থী আফজল খানকে হারিয়ে মেয়র নির্বাচিত হন। ২০১৭ সালেও তিনি এখান থেকে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন। তবে ২০২১ সালে দলীয় সিদ্ধান্ত অমান্য করে মেয়র পদে নির্বাচন করায় তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। ২০২২ সালে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন ও ২০২৪ সালে উপ- নির্বাচনে স্বতন্ত্র হিসেবে অংশ নিয়ে তিনি পরাজিত হন। এখন পর্যন্ত বিএনপি থেকে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়নি।


আপনার মতামত লিখুন :
সাম্প্রতিক খবর

ফেসবুকে আমরা