• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ময়নামতি রুফিয়া খাতুন স্কুল এন্ড কলেজে নতুন বই বিতরণ উৎসব চলে গেলেন আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন কুমিল্লার সাবেক সিটি মেয়র মনিরুল হক সাক্কু কুমিল্লায় সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুধ উদ্ধার, সন্ত্রাসী শামীম গ্রেপ্তার হাদি’কে হত্যার প্রতিবাদে কুমিল্লা’য় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল সমাবেশ মারা গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি কুমিল্লায় র‍্যাবের নিরাপত্তা জোরদার,৩০৪ অপরাধী গ্রেপ্তার কুমিল্লায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত  বুড়িচংয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা আজ ৮ ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস

নির্বাচিত হলে লাকসামকে জেলায় রূপান্তর করব : আবুল কালাম

সাগর দেবনাথ,কুমিল্লা প্রতিনিধিঃ / ১৫৬ Time View
Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালাম বলেছেন, শুধুমাত্র বিএনপি করার অপরাধে আমাদের ছেলেমেয়েরা চাকরি-বাকরি পায়নি। কর্মসংস্থানের ক্ষেত্রে তৎকালীন ফ্যাসিস্ট সরকার বৈষম্য সৃষ্টি করেছে। নির্বাচিত হলে লাকসামকে জেলায় রূপান্তর করব। লাকসামে জেলার সব সুবিধা নিশ্চিত করব।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে লাকসাম উপজেলার রাজঘাট এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত উঠান বৈঠক ও মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা ক্ষমতায় আসলে নিয়ম মোতাবেক যার যার যোগ্যতা অনুযায়ী চাকরি দেব। এটা আপনাদের প্রতি আমাদের ওয়াদা। আমরা যদি ক্ষমতায় আসি শিক্ষা খাতে অনেক বেশি বরাদ্দ রাখব। স্বৈরাচার সরকার এই খাতকেও ধ্বংস করে দিয়েছে।

বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক বলেন, আপনাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তারেক রহমানের নেতৃত্বে আমরা দীর্ঘ সময় আন্দোলন-সংগ্রাম করেছি। এই আন্দোলন-সংগ্রামের ফসল বিগত ২০২৪ সালের ৫ আগস্ট। জুলাই-আগস্ট বিপ্লবে এই এলাকায় জিসান নামের একজন নিহত হয়েছে। আজকে আমরা তার শহীদি মর্যাদার জন্য দাবি জানাচ্ছি। এমন অসংখ্য শহীদের বিনিময়ে জুলাই-আগস্ট বিপ্লব হয়েছে। সেই বিপ্লবের মহানায়ক তারেক রহমান।

তিনি আরও বলেন, তারেক রহমান আজ থেকে ১৫-১৬ বছর আগে এই সংগ্রাম শুরু করেন। ওয়ান-ইলেভেনের পর থেকে শুরু হওয়া সংগ্রামের ফসল ঘরে এসেছে ৫ আগস্ট ২০২৪ সালে। এরপর এই দেশের ক্ষমতায় আসে অন্তর্বর্তীকালীন সরকার। পরবর্তীতে সারাদেশে ২৩৭টি আসনে দলের মনোনয়ন দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই লাকসাম-মনোহরগঞ্জে আমাকে ধানের শীষ প্রতীক দিয়ে তারেক রহমান আপনাদেরকে সালাম জানাতে পাঠিয়েছেন।

তিনি আরও বলেন, আমাদের ৮০০-এর ওপর নেতাকর্মী গুম হয়েছে। দেশনেত্রী, তিন তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নিরলস আন্দোলনের ফসল আজকের এই সভা-সমাবেশ। আমাদের নেত্রী আন্দোলন-সংগ্রাম করেছেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, আপনার ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আজ আমাদের নেত্রী অসুস্থ। তার জন্য সারাদেশের মানুষ দোয়া করছেন। আমরা সবাই দোয়া করছি যেন আল্লাহ পাক আমাদের প্রিয় নেত্রীকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।নির্বাচিত হলে লাকসামে ব্যাপক উন্নয়ন করবেন উল্লেখ করে আবুল কালাম বলেন, এই লাকসামে কোনো মহিলা কলেজ নেই। আমরা বিজয়ী হলে এখানে মহিলা কলেজ করা হবে। লাকসামকে জেলায় রূপান্তর করব। লাকসামে জেলার সব সুবিধা নিশ্চিত করব। কুমিল্লাকে আমরা বিভাগ করব। কুমিল্লা বিভাগ হলে পুরোনো উপজেলা হিসেবে লাকসামকে জেলা করা হবে। লাকসাম যদি জেলা হয় এখানে বিশ্ববিদ্যালয় করা হবে। আপনাদের ছেলেমেয়েরা লেখাপড়ার জন্য কুমিল্লা-ঢাকায় যেতে হবে না, ইনশাআল্লাহ।

এ সময় লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি মজির আহম্মেদ, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রশিদ কমিশনার, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশুসহ অন্যান্য নেতাকর্মীর উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
সাম্প্রতিক খবর

ফেসবুকে আমরা