|| ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
“উন্নত জনপদ গড়াই আমার লক্ষ্য”—ড. মোবারক হোসেনের প্রতিশ্রুতি
প্রকাশের তারিখঃ ৩০ নভেম্বর, ২০২৫
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ড. মোবারক হোসেন বলেছেন, বুড়িচং-ব্রাহ্মণপাড়াকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই। নির্বাচনে জিতি আর হারি বুড়িচং-ব্রাহ্মণপাড়ার জন্য কাজ করতে চাই। অতীতে গণমাধ্যম কর্মীরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেননি, সত্য প্রকাশের কারণে বিভিন্ন সময় হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। আগামী দিনে বাংলাদেশ জামায়াতে ইসলাম সাংবাদিকদের জন্য স্বাধীনভাবে কাজ করার উপযোগী পরিবেশ তৈরি করবে।
রবিবার (৩০ নভেম্বর) দুপুরে বুড়িচং প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ড. মোবারক হোসেন বলেন, “গত ৫৪ বছর ধরে বুড়িচং-ব্রাহ্মণপাড়া অবহেলিত জনপদ হিসেবে রয়েছে। আগামী দিনগুলিতে এই জনপদের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে চাই। শিক্ষার মানোন্নয়ন, মাদকের বিরুদ্ধে জিহাদ, গোমতী নদীর বাঁধ সংস্কার, ঘরে ঘরে গ্যাস সংযোগ, তরুণদের কর্মসংস্থান এবং প্রবাসীদের কল্যাণে কাজ করাকে অগ্রাধিকার দেওয়া হবে।”
সভায় সভাপতিত্ব করেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।
সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু’র সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক অহিদুর রহমান এবং সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম
এ ছাড়াও বক্তব্য দেন প্রেস ক্লাবের উপদেষ্টা আবু মুসা, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম জাবির, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহমেদ কল্প, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক মো. সাফি, সাহিত্য সম্পাদক আলমগীর হোসেন বাচ্চু, আপ্যায়ন সম্পাদক ফয়েজ আহাম্মদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. আব্দুল্লাহ এবং নির্বাহী সদস্য রাকিবুল ইসলাম রনি, আশিক ইরান, মো. তাজুল ইসলাম, হাসিবুল ইসলাম সবুজ, মারুক হোসেন ও মো. কিবরিয়া।
Copyright © 2026 Prothom Somoy. All rights reserved.