|| ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বিএনপি নেতার প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল
প্রকাশের তারিখঃ ২৫ নভেম্বর, ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটির সুপারিশের ভিত্তিতে দলীয় কর্মসূচিতে নিষ্ঠা ও সক্রিয়তার মূল্যায়ন করে কুমিল্লার শফিউল আজম রিপনের প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল করেছে।
দলীয় উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী, পূর্বে আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় প্রাথমিক সদস্য পদে ফিরিয়ে নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট পক্ষের কাছে পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, দলকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করতে ইঞ্জিনিয়ার শফিউল আজম রিপনের কার্যকর ভূমিকার ওপর আস্থা রাখে বিএনপি। ভবিষ্যতেও দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দায়িত্ব পালন করার আহ্বান জানানো হয় তাকে।
এ সিদ্ধান্তের অনুলিপি কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক, সহ–সাংগঠনিক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি–সম্পাদকসহ সংশ্লিষ্টদের কাছেও পাঠানো হয়েছে।
Copyright © 2026 Prothom Somoy. All rights reserved.